ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,
বগুড়া

অধ্যক্ষের বাণী

বিদ্যা অর্জন ও জ্ঞান বিতরণ দুই’ই মহান ব্রত। বিদ্যার্জনের জন্য প্রয়োজন একটি অনন্য বিদ্যাপীঠ যেখানে সূশৃঙ্খল নিয়মনীতি, সঠিক পরিচর্যা, আধুনিক ও যুগোপযোগী জ্ঞানার্জনের পরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত পদ্ধতি বা ব্যবস্থা বর্তমান। ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক সুযোগ রয়েছে । বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত দিক থেকে বহুল প্রসার লাভ ঘটেছে ও তা অব্যাহত রয়েছে, আমরা অনলাইনে রেজাল্ট, বেতন রশিদ, মোবাইল ম্যাসেজসহ অ্যাটেন্ডেন্স ডিভাইস দ্বারা উপস্থিতি নিশ্চিত করছি । শান্ত, নিরিবিলি মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানে মানোন্নত লেখাপড়ার পাশাপাশি ছাত্রিদের বইপড়া, চিত্রাংকন, নৃত্য, সঙ্গীতচর্চা, বিতর্ক, আবৃতি, খেলাধুলা, কম্পিউটার প্রতিযোগিতা, সকল পাঠ্য বিষয়ে সাপ্তাহিক বিশেষ ক্লাস, সাপ্তাহিক/ মাসিক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে । যার ফলে ছাত্রিরা জ্ঞানার্জনের পাশাপাশি মননশীল হওয়ার সুযোগ পাচ্ছে । দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ বগুড়া শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে বহু স্বনাম ধন্য প্রাক্তন প্রধান শিক্ষকগণ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও পাঠদানের কর্মকৌশল প্রয়োগ করে (মহান রাব্বুল আলামিনের ইচ্ছায়) অত্র প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম অব্যাহত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছি । সন্মানিত অভিভাবকগন সর্বদা সহানূভুতি ও সহযোগিতার হাত প্রসারিত রেখেছেন । কৃতজ্ঞচিত্তে আমরা সকলের দোয়া ও সহযোগীতা প্রার্থী । কঠোর নিয়ম-শৃঙ্খলা, দক্ষ বাবস্থাপনা এবং সুযোগ্য শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত বিদ্যালয়টি উত্তরোত্তর কাংখিত সাফল্য অর্জন করছে । যার ফলশ্রুতিতে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় গত তিন বছরের গড় ফলাফলের ভিত্তিতে বিদ্যালয়টি বগুড়া সদর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও পুরষ্কার অর্জন করে । আধুনিক বিশ্বের পরিবর্তনশীল ও দ্রুত যোগাযোগ উৎস হিসাবে কম্পিউটার এক অত্যাধুনিক যান্ত্রিক উপকরণ। জীবনযাত্রায় প্রায় প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার সহযোগী উপকরণ হিসেবে কাজে লাগছে। তাই তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করতে আমরা কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ,বিজ্ঞানাগার, লাইব্রেরি আধুনিকায়ন করছি। শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের জন্য অব্যাহত আছে নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমি আশা করি, আমাদের সুযোগ্য শিক্ষক-কর্মচারিবৃন্দ, যোগ্যতম পরিচালনা পর্ষদ, জ্ঞানিগুনি অভিভাবক ও সুধি জনের সৃষ্টিধর্মী কর্মকাণ্ড এবং সহায়তায় বিদ্যালয়টি আগামী দিনেও নারী শিক্ষা প্রসারে আদর্শ বিদ্যাপীঠ হিসাবে সাফল্য অর্জন অব্যাহত রাখবে।

মোঃ শাহাদৎ হোসেন
অধ্যক্ষ
ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বগুড়া